সাম্প্রতিক সংবাদ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ফয়েজ আহমদ তৈয়্যব-এর শোক

ক.বি.ডেস্ক: গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এক শোকবার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জরুরি পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের সহায়তায় বার্ন ইউনিটের ইমার্জেন্সি নাম্বারগুলোকে সাময়িকভাবে টোল-ফ্রি করা হয়েছে। দেশের সবগুলো বার্ন ইউনিটকে একটি মাত্র শর্টকোডে এবং ৯৯৯ এর ইমার্জেন্সি কল সেন্টারে যুক্ত করতে কাজ করছে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং তাঁদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি ও সহমর্মিতা রইল।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *