সাম্প্রতিক সংবাদ

প্রযুক্তি পণ্য ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের

ক.বি.ডেস্ক: সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রযুক্তি পণ্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রবিবার (১২ জানুয়ারি) ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ইসিএস কমপিউটার সিটির ( মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টার) ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৫ আগস্ট এর পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। এই নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে এজন্য সকল মহলকে কাজ করতে হবে। কেউ যদি চাঁদা চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা ট্রিপল নাইনে (৯৯৯) কল করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার দিকে ইসিএস কমপিউটার সিটির সামনে দুই জন প্রযুক্তি পণ্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। ইসিএস কমপিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক ও ইসিএস এর নবনির্বাচিত সভাপতি ওয়াহিদুল হাসান দিপু এবং ইসিএস কমপিউটার সিটির যুগ্ম- সদস্য সচিব মো. এহতেসামুল হক মার্কেট থেকে বের হওয়ার সময় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন।

ওয়াহিদুল হাসান দিপু এবং মো. এহতেসামুল হকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার (১১ জানুয়ারি) এলিফ্যান্ট রোড এলাকার সকল দোকান বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার মো. এহতেসামুল হককে পাশ্ববর্তী পপুলার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ওয়াহিদুল হাসান দীপুকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *