প্রযুক্তি পণ্যের বাজারে টেকনো নিয়ে এলো নুতন দুটি ল্যাপটপ

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড টেকনো দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নতুন দুটি ল্যাপটপ ‘মেগাবুক টিওয়ান ১৪’ ও ‘মেগাবুক কে১৬এস’ নিয়ে এসেছে। আধুনিক ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এই ল্যাপটপ দুটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ডিভাইসগুলোতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার।
মেগাবুক টিওয়ান ১৪
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ১৩তম প্রজন্মের কোর হাই-এন্ড প্রসেসর, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ৭৫ ওয়াট পার আওয়ারের ব্যাটারি। আরও আছে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৩৫০ নিটস ব্রাইটনেস এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশন সহ একটি ১৪-ইঞ্চি স্ক্রিন। বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ওজন মাত্র ১.৩৯ কেজি, মাত্র ১৪.৮ মিলিমিটার থিন বডির এই ল্যাপটপে রয়েছে দ্রুত পাওয়ার বুস্টের জন্য ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার। এই ল্যাপটপ দিয়ে সহজেই করা যাবে মাল্টিটাস্কিং।
মেগাবুক কে১৬এস
ল্যাপটপটিতে রয়েছে এএমডি র্যাডিয়ন গ্রাফিক্স এবং এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ প্রসেসর, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য মেমোরি। ৯১% স্ক্রিন-টু-বডি অনুপাত এবং ১৬:১০ গোল্ডেন রেশিও সহ ১৬-ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। এই ডিভাইসে রয়েছে ৩০০ শতাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিটিএস স্পিকার, ৭০ ওয়াট পার আওয়ারের ব্যাটারি এবং ওয়ান-ফিঙ্গার ওপেনিং ডিজাইন। ল্যাপটপটি ইউএস এমআইএল-এসটিডি ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত।
টেকনো মেগাবুক টিওয়ান ১৪ ল্যাপটপটির মূল্য ৬৩,০০০ টাকা এবং মেগাবুক কে১৬এস ল্যাপটপটির মূল্য ৫২,৫০০ টাকা। এই ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে রায়ানস, স্টার টেক সহ টেকনো’র আউটলেটগুলোতে। বিস্তারিত: টেকনোর অফিসিয়াল ওয়েবসাইটে।