প্রযুক্রির পণ্য ল্যাপটপ

প্রযুক্তির বাজারে আসুসের নতুন ভিভোবুক এস১৪

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য আসুস বাজারে এনেছে নতুন ভিভোবুক এস১৪। এআই ফিচারের চমৎকার ডিজাইনের এই ল্যাপটপটি পোর্টেবিলিটির ক্ষেত্রে সেরা সুবিধা দিবে। অফিসের কাজ, পড়ালেখা এবং বিনোদনের ক্ষেত্রে মিলবে দারুণ পারফরম্যান্স। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে দু’টি ভিন্ন মডেলে। আল্ট্রা ৫ পাওয়া যাচ্ছে ১ লক্ষ ১৮ হাজার টাকায় এবং আল্ট্রা ৭ পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকায়।

আসুস ভিভোবুক এস১৪
আসুসের কোপাইলট প্লাস পিসি সিরিজের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ এবং আলট্রা ৭ (সিরিজ ২) প্রসেসর। এই প্রসেসরগুলো পাওয়ারফুল হওয়ায় ভিডিও এডিটিং, আর উচ্চ মানের কনটেন্টে কাজ সহজে করা যাবে। এতে রয়েছে ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র‍্যাম এবং দ্রুতগতির ১ টেরাবাইটের এসএসডি। রয়েছে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম। এআই টুলস ব্যবহারসহ স্টাইল, পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ।

এর ডেডিকেটেড কোপাইলট-কী বাটনটিতে কেবল একবার চাপ দিলেই স্ক্রিনে চলে আসবে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট, কোপাইলট। কাজের জন্য কোন ডেটা বিশ্লেষণ, কিংবা কোনও প্রজেক্ট পরিকল্পনায় মুহূর্তেই তথ্য দিয়ে ইউজারদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে কোপাইলট। এই ল্যাপটপটি মাত্র ১.৫৯ সে.মি. পাতলা এবং ওজনে ১.৪০ কেজি। হালকা হওয়ায় সহজেই ল্যাপটপটি বহন করতে পারবে। ল্যাপটপটি একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা চলতে পারে এবং কেবল ৪৯ মিনিটে এতে ৬০ শতাংশ চার্জ হয়ে যায়।

ভিভোবুক এস১৪ এ রয়েছে ১৪ ইঞ্চি ডব্লিইউইউএক্সজিএ ৬০ হার্টজ আইপিএস এর প্রিমিয়াম ডিসপ্লে। তাই এতে ছবি ও ভিডিও হয়ে ওঠে দারুণ উজ্জ্বল ও রঙিন। এর থ্রিডিএনআর ভিডিও এনহান্সমেন্ট প্রযুক্তি কম আলোর মধ্যেও ভিডিওর স্বচ্ছতা নিশ্চিত করে। অডিওয়ের জন্য এতে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। এতে আসুস এআই নয়েজ-ক্যানসেলিং প্রযুক্তি থাকায় অনলাইন মিটিং বা ভিডিও কল আরও স্পষ্ট হয়ে ওঠে।

ল্যাপটপটি সুরক্ষিত রাখতে রয়েছে ফুল এইচডি আইআর ক্যামেরা। কেবল স্ক্রিনের দিকে তাকিয়ে এর মাধ্যমে লগ ইন করা যায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য ল্যাপটপটির বিল্ট-ইন ক্যামেরা শাটারটি স্লাইড করে বন্ধ করা যাবে। কানেক্টিভিটির জন্য রয়েছে দুইটি ইউএসবি টাইপ-এ পোর্ট, দুইটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য এতে রয়েছে ওয়াইফাই ৬ সাপোর্ট। মাইক্রোসফট ফোন লিংকের মাধ্যমে সহজেই ল্যাপটপের সঙ্গে স্মার্টফোন যুক্ত করা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *