প্রযুক্তির নতুন দিগন্তে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম

ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! দেশের প্রযুক্তি পণ্যের বাজারে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে লেনোভোর নতুন প্রজন্মের দুটি মডেলের ল্যাপটপ- লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই (৮৩এইচআর০০৬ডিআইএন এবং ৮৩এইচআর০০৬সিআইএন)। আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং টেকসই নির্মাণশৈলীর মিশেলে এই সিরিজটি হয়ে ওঠেছে স্মার্ট ও কর্মক্ষম জীবনের আদর্শ সঙ্গী।
নতুন এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৭- ১৩৬০এইচ প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৪.৯ গিগাহার্টজ পর্যন্ত। রয়েছে ১৬ জিবি/৩২ জিবি ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্টজ র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি। যা কাজ, বিনোদন ও ক্রিয়েটিভ প্রজেক্ট- সবকিছুতেই দেবে অবিশ্বাস্য গতি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।
১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং টিইউভি লো ব্লু লাইট ফিচার চোখের সুরক্ষা বজায় রেখে দেবে প্রাণবন্ত রঙ ও স্পষ্ট ভিজ্যুয়াল। এ ছাড়াও আছে ১০৮০পি প্রাইভেসি ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, ব্যাকলিট কীবোর্ড এবং সর্বশেষ উইন্ডোজ ১১ হোম। যা দৈনন্দিন ব্যবহারকে করবে আরও স্মার্ট ও সুরক্ষিত।
দৃঢ়তা ও নির্ভরযোগ্যতায় অনন্য এই সিরিজটি মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে লুনা গ্রে রঙে। রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। বিস্তারিত: www.globalbrand.com.bd