সাম্প্রতিক সংবাদ

প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন

ক.বি.ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য চালু হলো মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এই অ্যাপে নিবন্ধনের পর সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হবে প্রতীক সম্বলিত ব্যালট পেপার। অ্যাপটির মাধ্যমে ইসি’র বেধে দেয়া সময়সীমা অনুযায়ী পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে ভোটের জন্য নিবন্ধন করতে পারবে।

আজ ‎মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করলো। এতোদিন প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেয়া থেকে বঞ্চিত ছিল। আজ সেই বঞ্চনা দূর হলো। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এই অ্যাপে। এই অ্যাপস সম্পর্কে সবাইকে সচেতন করা একটা চ্যালেঞ্জ। দেশেও যাতে পোস্টাল ভোট কাভার করা যায়, সেটাও করেছি। কোনও নাগরিক যাতে ভোটাধিকার বঞ্চিত না হয়, সে ব্যাপারে এটি কাজ করবে।”

১৯ নভেম্বর থেকে প্রবাসে প্রতিটি অঞ্চলে নিবন্ধন শুরু হয়ে ৫ দিন করে চলবে, শেষ হবে দেশে ২৩ ডিসেম্বর। ১৯ নভেম্বর বুধবার থেকে নিবন্ধন শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিদের জন্য ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে ২৫ ডিসেম্বরের মধ্যে দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিদেরও নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর; ইউরোপ ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর; সৌদি আরব ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর; দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়া ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর; মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশ ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ভোট দিতে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বাংলাদেশে বসবাসরতরা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে ইসি।

বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এ সময় প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেয়া হতে পারে। প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

আজ অ্যাপটি উদ্বোধনের পর থেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা তাদের নাম, ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন এবং ভোটার তালিকায় নিজেদের নাম ওঠাতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *