সাম্প্রতিক সংবাদ

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাপানে ই-পাসপোর্ট সেবা চালু

ক.বি.ডেস্ক: জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ দূতাবাস ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে। এখন থেকে স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাপান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলি।

এ সময় উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “ই-পাসপোর্ট সেবা চালুর ফলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন থেকে অল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন।”

ছবি সৌজন্যে: তথ্য অধিদফতর (পিআইডি)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *