উদ্যোগ

প্রবাসীদের জন্য ব্র্যাক ব্যাংক নিয়ে এলো স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা

ক.বি.ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের আর্থিক স্বাচ্ছন্দ্য এবং উন্নত ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে ই-কেওয়াইসির মাধ্যমে তাৎক্ষণিক নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ তাঁদের পরিবারের জন্য দুটি বিশেষায়িত ব্যাংকিং প্রোডাক্ট চালু করেছে ব্র্যাক ব্যাংক। প্রবাসী এবং দেশে তাঁদের প্রিয়জনদের আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার লক্ষে।ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার এবং ‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টস নামক দুটি বিশেষায়িত ব্যাংকিং প্রোডাক্ট।

ব্র্যাক ব্যাংকের অ্যাডভান্সড ইলেকট্রনিক নো ইওর কাস্টমার (ই-কেওয়াইসি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের কোনো ব্রাঞ্চে না গিয়ে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকেই তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সহজ প্রক্রিয়ার ফলে প্রবাসীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হবেন, যা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ অনেকাংশে বৃদ্ধি করবে।

অ্যাকাউন্ট খোলার পরপরই গ্রাহকরা আস্থা অ্যাপ ডাউনলোড করে সকল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ডিপোজিট অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেটে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, সিকিউরড লোন সুবিধা, এফডি ও ডিপিএস খোলাসহ আস্থা অ্যাপের মাধ্যমে প্রবাসীরা আরো নানাবিধ ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

ই-কেওয়াইসি সুবিধার ফলে প্রবাসীরা এখন কোনো ঝামেলা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন, যা ক্রস-বর্ডার সংক্রান্ত প্রচলিত বাধা দূর করে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেবে।

ক্যাম্পেইন চলাকালীন প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টহোল্ডাররা বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা উপভোগ করবেন, যেগুলোর মধ্যে রয়েছে বার্ষিক ৩% হারে ইন্টারেস্ট আয়, মাসিক ভিত্তিতে ইন্টারেস্ট প্রাপ্তি, ৫ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স কাভারেজ সুবিধা এবং জিরো অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ। ‘তারা’ প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্টহোল্ডাররাও বেশ কিছু সুবিধা উপভোগ করবেন। বার্ষিক ৩.৫% হারে ইন্টারেস্ট আয়, মাসিক ভিত্তিতে ইন্টারেস্ট প্রাপ্তি এবং ২ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স কাভারেজ, ৫০ হাজার টাকা পর্যন্ত হেলথ ইনস্যুরেন্স কাভারেজ এবং জিরো অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ।

বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল বিপ্লবের পথিকৃৎ ব্র্যাক ব্যাংক এই নতুন ব্যাংকিং সেবাগুলোর মাধ্যমে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের ঝামেলাহীন ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তিকেও ত্বরান্বিত করবে। ব্র্যাক ব্যাংক সবসময়ই উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সল্যুশনের মাধ্যমে মানুষকে ক্ষমতায়িত করার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর।

ব্র্যাক ব্যাংকের প্রবাসী ব্যাংকিং-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য: এই ইমেইল probashi@bracbank.com ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *