সাম্প্রতিক সংবাদ

পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনও বাধ্যবাধকতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

ক.বি.ডেস্ক: ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশে (পিডিপিও) ডেটা লোকালাইজেশনের (দেশের ভেতরে তথ্য সংরক্ষণের) কোনও বাধ্যতামূলক বিধান রাখা হয়নি। দেশীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে বিশদ পরামর্শের পর পিডিপিও প্রণয়ন করা হয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় তথ্যশাসন ও নীতিমালা বাস্তবায়ন সমন্বয়ের জন্য একটি কর্তৃপক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে প্রকাশিত এক খোলা চিঠিতে এ মন্তব্য করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ‘সব ধরনের তথ্য দেশেই সংরক্ষণ করতে হবে’-এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। পিডিপিও কেবলমাত্র কিছু অতি সংবেদনশীল তথ্য- যেমন জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক ও ভোটার তথ্য, জন্মতারিখ এবং ব্যাংক সংক্রান্ত তথ্য- বাংলাদেশি আইনের আওতায় আনে। এসব তথ্য বিদেশে প্রক্রিয়াজাত করা যেতে পারে, তবে তা বাংলাদেশি আদালতের এখতিয়ারের আওতায় থাকবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ‘ক্লাউড-ফার্স্ট পলিসি’ গ্রহণ করেছে, ডেটা লোকালাইজেশন নয়। অধ্যাদেশে ১৮ মাসের রূপান্তরকাল এবং ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর (জিডিপিআর) ও আসিয়ান মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্মতিনির্ভর তথ্য সুরক্ষা কাঠামো রাখা হয়েছে। নাগরিকদের তথ্য সুরক্ষা, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও একটি বিশ্বস্ত ডিজিটাল ভবিষ্যৎ গড়তে শক্তিশালী ও আধুনিক তথ্যশাসন অপরিহার্য।

ফয়েজ আহমদ তৈয়্যব এর ব্যাখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য: (https://www.facebook.com/share/p/17cN1W71Ly/) পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *