সাম্প্রতিক সংবাদ

পাঠ্যবইয়ের পিডিএফ কপি এনসিটিবি’র ওয়েবসাইটে

ক.বি.ডেস্ক: পাঠ্যবইয়ের পিডিএফ কপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর https://nctb.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নতুন বছরের প্রথম দিন প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন প্রকাশ হয়েছে।

গতকাল বুধবার (১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা https://nctb.portal.gov.bd/site/page/d01e72b0-8ecd-4c81-bffd-c9e117b7fdad অনলাইনে প্রকাশ করা হয়েছে। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলোনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বছরের প্রথম দিন স্কুলে স্কুলে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার রেওয়াজ শুরু হয়েছিল ২০১০ সালে, যা দেখা গেছে ফেলে আসা বছরেও। তবে ক্ষমতার পালাবদলের পর সেই উৎসবে ছেদ পড়েছে। এবার স্কুলগুলোতে সেই আয়োজন নেই।

এনসিটিবি আগেই জানিয়েছিল, বছরের প্রথম দিন এবার নতুন কোনো পাঠ্যবই হাতে পাবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বড় একটি অংশ; যাদের এজন্য অপেক্ষায় থাকতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের সব পাঠ্যবই দিতে না পারায় অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *