উদ্যোগ

পরিবেশবান্ধব শিপিং চালু করতে ডিএইচএল’র সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

ক.বি.ডেস্ক: ‘গো-গ্রিন প্লাস কার্বন রিডিউসড শিপিং সার্ভিস’ চালু করতে বিশ্বখ্যাত লজিস্টিক কোম্পানি ডিএইচএল’র সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তিটি পরিবেশগত টেকসইতার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

ব্র্যাক ব্যাংকের এই গো-গ্রিন প্যাকেজটি ডিএইচএল’র গ্রিন লজিস্টিক সলিউশন ব্যবহারের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করে টেকসইতা অর্জনের ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ। বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই পরিবেশবান্ধব শিপিং উদ্যোগ গ্রহণ করেছে, যা ব্যাংকটির বৃহত্তর টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে ব্যাংকটির চলমান প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি (২১ নভেম্বর) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেড অপারেশনস সুরজিত কুমার মুৎসুদ্দি। ডিএইচএল’র হেড অব কমার্শিয়াল এ এস এম শাকিল, হেড অব ফাইন্যান্স আবু নঈম মো. কাশেম চৌধুরী এবং হেড অব জিএমএনসি কমার্শিয়াল হায়াতুজ্জামান খান।

বিশ্বব্যাপী লজিস্টিক শিল্পে টেকসই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ডিএইচএল। পরিবেশের জন্য ক্ষতিকর, এমন জিনিসের প্রভাব হ্রাসে উদ্ভাবনী সমাধান দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বিস্তৃত গ্লোবাল নেটওয়ার্ক এবং গ্রিন লজিস্টিকের প্রতিশ্রুতি নিয়ে ডিএইচএইল-এর গো-গ্রিন প্রোগ্রামটি বিশ্বব্যাপী বিজনেসগুলোকে কার্বন-নিরপেক্ষ শিপিং অপশন প্রদানের মাধ্যমে পরিবেশগত লক্ষ্য পূরণে সহায়তা করে থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *