পরিবেশবান্ধব প্রযুক্তির বিএসআরএম’র ইস্পাত কারখানা উদ্বোধন

ক.বি.ডেস্ক: বিএসআরএম’র এই কারখানায় পরিচ্ছন্ন বাতাস নিঃসরণ নিশ্চিত করতে আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও পানির শতভাগ পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি সহ সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ছাদে থাকা সৌরবিদ্যুৎ প্ল্যান্ট ও জ্বালানি সাশ্রয়ী উৎপাদন পদ্ধতির কারণে প্রতি বছর ১০ হাজার টন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কম হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত এই কারখানাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানায় অর্থায়ন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতে সহযোগিতার নতুন মাইলফলক স্পর্শ করল জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে জাইকা। এই প্রকল্পটি বাংলাদেশে জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিম এর আওতায় সর্বপ্রথম করপোরেট লোন।
বিএসআরএম’র নতুন এই কারখানা থেকে প্রতি বছর ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। কারখানাটি আমদানি করা ইস্পাতের ওপর থেকে নির্ভরতা কমিয়ে দেশের বানিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করবে। একইসঙ্গে, এটি ৫০০-রও বেশি নতুন কর্মসংস্থান তৈরি এবং স্থানীয় শিল্পখাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
এই কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ নির্মাণ কাজে পুনর্ব্যবহারের উপযোগী করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং ১৩ (ক্লাইমেট অ্যাকশন) নাম্বার লক্ষ্যপূরণে সহায়ক ভূমিকা পালন করবে। পরিবেশবান্ধব এই ইস্পাত কারখানা চালু করার মধ্য দিয়ে দায়িত্বশীল উপায়ে শিল্পখাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এবং এর সঙ্গে সম্পর্কিত পরিবেশ সুরক্ষা ও সামাজিক কল্যাণের মানদণ্ড স্থাপনে নতুন মাত্রা যুক্ত করল জাইকা ও বিএসআরএম।