আনুষাঙ্গিক মোবাইল

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি কাস্টমার কেয়ার উদ্বোধন

ক.বি.ডেস্ক: দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও সম্প্রসারিত ও সহজলভ্য করতে নোয়াখালীর মাইজদিতে উদ্বোধন করলো তাদের ৭০তম কাস্টমার কেয়ার সেন্টার। নতুন এই কাস্টমার কেয়ার সেন্টারটিতে আধুনিক যন্ত্রপাতি এবং দ্রুত সমস্যা সমাধানের সুবিধা রয়েছে।

সম্প্রতি নোয়াখালীর মাইজদিতে সিম্ফনির ৭০তম কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর এফ এম আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক এইচ আর মুরাদ চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মীর সাকিরুল ইসলাম, এরিয়ার পরিবেশক আরকে মোবাইল সেন্টারের স্বত্বাধিকারি জুয়েল সাহা এবং সিম্ফনি মোবাইলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় গ্রাহকদের এখন মোবাইল সার্ভিসিং বা ওয়ারেন্টি সেবার জন্য আর দূরে যেতে হবে না। এই কাস্টমার কেয়ারে সিম্ফনি মোবাইলের পাশাপাশি হেলিও ব্র্যান্ডের ফোনেরও ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে। সিম্ফনি মোবাইল দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে প্রযুক্তিনির্ভর সেবার পাশাপাশি গ্রাহকসেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *