আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

নেটওয়ার্কিং পণ্য টোটোলিঙ্কের পরিবেশক হলো ইউসিসি

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নেটওয়ার্কিং এবং ওয়্যারলেস কমিউনিকেশন ব্র্যান্ড টোটোলিঙ্ক-এর বাংলাদেশের অনুমোদিত পরিবেশক হলো দেশের প্রযুক্তির বাজারে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের আমদানীকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান ইউসিসি। এই যৌথ উদ্যোগ দেশের ভোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের কাছে বিশ্বমানের কানেক্টিভিটি প্রযুক্তি সহজলভ্য করে তুলবে বলে ইউসিসি এবং টোটোলিঙ্ক।

ইউসিসি দেশের প্রযুক্তিপণ্যের বাজারে টোটোলিঙ্ক-এর বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য- উন্নত প্রযুক্তির ওয়াই-ফাই ৫, ৬, ৭ রাউটার, মেশ সিস্টেম, নেটওয়ার্ক সুইচ, ওয়্যারলেস এক্সেস পয়েন্ট, অ্যাডাপ্টার, আইএফপি ডিসপ্লে, এফটিটিএক্স পণ্য বাজারজাত করবে। দেশের গ্রাহকদের নেটওয়ার্কিং অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। এর পাশাপাশি উন্নতমানের বিক্রয়োত্তর সেবাও প্রদান করবে ইউসিসি।

সম্প্রতি ইউসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সারওয়ার মাহমুদ খান এবং টোটোলিঙ্ক’র পরিচালক নিকোল কাই একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টোটোলিঙ্ক-এর অনুমোদিত পরিবেশক হিসেবে ইউসিসিকে ঘোষনা দেয়া হয়।

ইউসিসি বাংলাদেশে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্যের শীর্ষস্থানীয় জাতীয় পরিবেশক হিসেবে সুপরিচিত। দেশব্যাপী সুবিস্তৃত সেলস নেটওয়ার্ক, গ্রাহকদের মাঝে ব্যপক গ্রহণযোগ্যতা ও উন্নত বিক্রয়োত্তর সেবা ইউসিসিকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। দেশের বাজারে বিশ্বের সেরা প্রযুক্তিপণ্যগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ইউসিসি।

টোটোলিঙ্ক কোরিয়ায় ডিজানকৃত ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস মডিউল, মেশ সিস্টেম, নেটওয়ার্ক সুইচ সহ বিভিন্ন নেটওয়ার্কিং পণ্যগুলোর আন্তর্জাতিক সুপরিচিত ব্র্যান্ড। উন্নত প্রযুক্তির, হাই-কোয়ালিটির এবং কনজিউমার ফ্রেন্ডলি ডিভাইসগুলোর জন্য টোটোলিঙ্ক সমাদৃত। বিশ্বব্যাপী ঘরোয়া এবং প্রাতিষ্ঠানিক পরিবেশের জন্য টোটোলিঙ্ক উন্নত, স্থিতিশীল এবং সুরক্ষিত ইন্টারনেট কানেক্টিভিটি সরবরাহ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *