মোবাইল স্মার্টফোন

নতুন স্পার্ক ৪০ সিরিজের ফোন নিয়ে এলো টেকনো

ক.বি.ডেস্ক: বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন স্পার্ক ৪০ সিরিজের দুটি ফোন ‘স্পার্ক ৪০’ ও ‘স্পার্ক ৪০ প্রো’ নিয়ে এসেছে টেকনো। এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন, ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের অসাধারণ কম্বিনেশন। দুইটি মডেলেই টেকনো’র স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্কবুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও স্পার্ক ৪০- এর একটি নতুন ভ্যারিয়েন্টে (২৫৬জিবি + ১৬ জিবি) আগামী ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।

টেকনো স্পার্ক ৪০ প্রো
স্মার্টফোনটি ৬.৬৯ মিলিমিটার স্লিম হলেও অত্যন্ত টেকসই। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স। রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেলিও জি১০০ প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড)।

ফোনটিতে ফ্রি লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করার ফলে ইউজার নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠাতে পারবেন। রয়েছে টেকনো এআই সাপোর্ট- এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিং সহ নানান এআই-সক্ষম টুলস। এই ফোনে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড, যা ৪ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন পারফরমেন্সের নির্ভরযোগ্য নিশ্চয়তা প্রদান করে পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল। এটির মূল্য ১৯,৯৯৯ টাকা।

টেকনো স্পার্ক ৪০
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের স্লিক ডিজাইন। এতে হেলিও জি৮১ প্রসেসর ও প্রো মডেলে থাকা বেশকিছু এআই ফিচার সহ দুর্দান্ত সব ফিচার রয়েছে। এটির মূল্য ১৩,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *