নতুন বছরে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার নিয়ে এলো অনার
ক.বি.ডেস্ক: শুরু হচ্ছে ২০২৫ সালের যাত্রা, আর এই নতুন যাত্রার আনন্দ আরও কিছুটা বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ নিয়ে এসেছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার। ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনারের বিভিন্ন মডেলের প্রিমিয়াম স্মার্টফোনে গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
৫০,০০০ টাকার মূল্যছাড় অফারে স্লিম ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি২ এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,৪৯,৯৯৯ টাকায়। ফোনটিতে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ প্রসেসর-সহ আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে। ফ্যালকন এআই ক্যামেরা সহ অসাধারণ সব ফিচারে সমৃদ্ধ অনার ম্যাজিক ৬ প্রো ১৫,০০০ টাকা মূল্যছাড় অফারে এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,১৪,৯৯৯ টাকায়।
এ ছাড়াও নির্ধারিত ডিভাইসে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে অনার। এআই-এনহ্যান্সড পোর্ট্রেইট ফটোগ্রাফি প্রেমীরা অনার ২০০ (১২জিবি+৫১২জিবি) ফোনটি এখন পাচ্ছেন মাত্র ৫৯,৯৯৯ টাকায়; অনার ২০০ প্রো (১২জিবি+৫১২জিবি) পাচ্ছেন মাত্র ৭৬,৯৯৯ টাকায়। অনার এক্স৯বি ৫জি এবং অনার এক্স৮বি’তেও ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে।
দেশব্যাপী অনারের সকল অনুমোদিত ব্র্যান্ড শপ থেকে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। স্মার্টফোন আপগ্রেড করার কথা ভাবছেন, কিংবা নতুন বছরের উপহার হিসেবে প্রিয়জনকে নতুন ফোন দেয়ার কথা ভাবছেন- এমন যে কারও জন্য অনারের এই অফার রীতিমতো বছরের সেরা সুযোগ হতে পারে। বিস্তারিত: অনারের অফিসিয়াল ফেসবুক পেজে।