আনুষাঙ্গিক মোবাইল

নতুন টেকনো ওয়াচ নিও: এআই ও এমোলেড ডিসপ্লের চমক

ক.বি.ডেস্ক: টেকনো বাংলাদেশে নিয়ে এসেছে স্টাইলিশ ডিজাইন ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন স্মার্টওয়াচ ‘টেকনো ওয়াচ নিও’। আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কার্যকারিতার সমন্বয়ে তৈরি এই ঘড়িটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা ফ্যাশন ও প্রযুক্তি দুটিই একসঙ্গে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত এই ডিভাইসটি।

ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, যা ২.৫ডি অ্যানিমেশন ইফেক্টসহ প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এ ছাড়া এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশন সহ গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দৃশ্যমান রাখে। প্রিমিয়াম ধাতব ফ্রেম ঘড়িটির ডিজাইনে এনে দিয়েছে নান্দনিক সৌন্দর্য।

বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। ঘড়িটি আইপি৬৮ পানি ও ধুলো প্রতিরোধের রেটিং সহ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যও উপযোগী, যা এটিকে যেকোনো অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার, ব্লুটুথ কলিং সুবিধা।

স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য রয়েছে ২৪/৭ স্বাস্থ্য মনিটরিং ফিচার, যা রিয়েল-টাইমে হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন, ঘুমের গুণমান এবং মানসিক চাপের মাত্রা পরিমাপ করে। এ ছাড়া ১০০টিরও বেশি স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন। ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ডিভাইসটি একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। ডিভাইসটির মূল্য ৫,৪৯৫ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
বিস্তারিত: www.tecno-mobile.com/bd ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *