নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ক.বি.ডেস্ক: মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। ডাক বিভাগ নগদ পরিচালনা করার সক্ষমতা রাখে না। আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা করছি।
গত বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।
ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫-এ বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি-গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘‘বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রতিবছর নগদ টাকা মুদ্রণ ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। এভাবে চলতে থাকলে কীভাবে আমরা ডিজিটাল অর্থনীতিতে যাবো।’’
‘দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিপাদ্যে ক্যাশলেস অর্থনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে অনুষ্ঠিত হয় ‘‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’’। ডিজিটাল অর্থনীতির রূপরেখা প্রণয়নে একই মঞ্চে ফিনটেক, নেটওয়ার্ক, ব্যাংক ও নীতিনির্ধারকরা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, সহযোগিতা বৃদ্ধি ও একটি নিরবচ্ছিন্ন ক্যাশলেস ইকোসিস্টেম গড়ার ক্ষেত্রে ফিনটেকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।