দ্রুত চার্জিং ও দ্রুতগতির টেকনো আল্ট্রাবুক মেগাবুক টি১

ক.বি.ডেস্ক: এআই-প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড টেকনো দেশের প্রযুক্তি পণ্যের বাজারে উন্মোচন করেছে অতি হালকা ডিজাইন, দ্রুত চার্জিং ও দ্রুতগতির ১৩তম প্রজন্মের কোর আই৯ ও ৩২ জিবি র্যামের সমন্বয়ে টেকনো আল্ট্রাবুক মেগাবুক টি১। পেশাজীবী, তরুণ ও ডিজিটাল নোম্যাডদের জন্য স্মার্ট এই ডিভাইসটিকে পারফরম্যান্স পাওয়ারহাউজ হিসেবে ডিজাইন করা হয়েছে।
আল্ট্রাবুক মেগাবুক টি১ ১৫.৬ (১৩তম জেনারেশন ইনটেল) স্মার্ট এই ডিভাইসটিতে রয়েছে ১৩তম প্রজন্মের ইনটেল কোর আই৯-১৩৯০০এইচকে প্রসেসর (৫.৪ গিগাহার্টজ পর্যন্ত) এবং ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স। যা ডেস্কটপ-ক্লাস পারফরম্যান্স নিশ্চিত করে এবং মাল্টিটাস্কিং, ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো ও ডিমান্ডিং অ্যাপগুলো খুব সহজেই পরিচালনা করতে পারে। ১ টেরাবাইট এসএসডি স্টোরেজের সঙ্গে ৩২জিবি এলপিডিডিআর৪ র্যাম যুক্ত হয়ে নিশ্চিত করে দ্রুত গতি ও স্মুথ পারফরমেন্স।
মাত্র ১৪.৮ মিলিমিটার পাতলা এবং ১.৫৬ কেজি হালকা ওজনের ডিভাইসটিতে ৭০ ওয়াট পার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১৭.৫ ঘণ্টা পর্যন্ত একটানা ব্যবহার করা সম্ভব। ১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লেতে (১৯২০×১০৮০, ১৬:৯) ৩০০ নিটস ব্রাইটনেস এবং শতভাগ এসআরজিবি কালার গ্যামাট ব্যবহার করা হয়েছে। এতে এলইডি ব্যাকলিট কীবোর্ড, একটি ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম এবং টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ডুয়েল মাইক্রোফোন রয়েছে। দ্রুত চার্জিং নিশ্চিত করতে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার রয়েছে।
টেকনো মেগাবুক টি১ ১৫.৬ এর মূল্য রাখা হয়েছে ৮৯,৯০০ টাকা মাত্র। বিস্তারিত: www.tecno-mobile.com/bd