সাম্প্রতিক সংবাদ

দেশের সব বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু করেছে গ্রামীণফোন

ক.বি.ডেস্ক: দেশের সব বিভাগীয় শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। বিস্তৃত পরিসরে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি চালু করলো অপারেটরটি। এটি বাংলাদেশের স্মার্ট নেশন হওয়ার পথে ঐতিহাসিক অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণাটি দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

ইয়াসির আজমান বলেন, “সব বিভাগীয় শহরে ফাইভজি সেবা চালু দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি। ফাইভজি প্রযুক্তির মাধ্যমে দ্রুততর ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সূচনা করছি আমরা; যা উদ্ভাবন, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্মার্ট সেবার মাধ্যমে খুলে দেবে সম্ভাবনার দুয়ার- গড়ে তুলবে দেশের ভবিষ্যত। এই সম্ভাবনাময় ভবিষ্যতের অংশীদার হওয়ায় আমাদের গ্রাহকদেরও অভিনন্দন; কারণ আমরা যা কিছু করি, সবই তাদের জন্য।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *