সাম্প্রতিক সংবাদ

দেশের রাস্তায় এখন দেখা মিলবে ‘বিওয়াইডি সিলায়ন ৬’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের রাস্তায় এখন দেখা মিলবে নিরবচ্ছিন্ন ড্রাইভিং অভিজ্ঞতা, অসামান্য পারফরম্যান্স, জ্বালানি সাশ্রয়ী ও অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি বিদ্যুৎচালিত গাড়ি (ইলেকট্রিক ভেহিকল- ইভি) ‘বিওয়াইডি সিলায়ন ৬’। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডেলান ব্ল্যাক ও স্টোন গ্রে এই চারটি রঙে পাওয়া যাচ্ছে গাড়িটি। এতে প্যানোরামিক সানরুফ, ইনফিনিটি ১০-স্পিকার প্রিমিয়াম অডিও ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট রয়েছে। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে উন্মোচিত হয় বিওয়াইডি সিলায়ন ৬।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুম ও বিওয়াইডি সার্ভিস সেন্টারে এই ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি গাড়ি ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি’র সাউথ এশিয়া প্যাসিফিক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট অব সেলস ঝাং জি।

বিওয়াইডি সিলায়ন ৬- এর শক্তিশালী ফ্রন্ট গ্রিল, শার্প লাইন এবং হেডলাইট ও টেইললাইটে থাকা এলইডি গাড়িটির নান্দনিকতাকেই ফুটিয়ে তুলেছে। গাড়িটির সর্বাধুনিক ডিএম-আই প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি ও যুগান্তকারী ব্লেড ব্যাটারির অনন্য সমন্বয়। সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্ক ও পূর্ণ চার্জড ব্যাটারি নিয়ে ১,১০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে পারে। জিয়াওয়ুন ১.৫ লিটার হাই-এফিসিয়েন্সি ইঞ্জিন, সর্বোচ্চ ১৬০ কিলোওয়াট পাওয়ার ও ৩০০ এনএম (নিউটন-মিটারস) টর্ক প্রদান করতে সক্ষম যা মাত্র ৮.৫ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করতে পারে।

গাড়ি চালানোয় স্বাচ্ছন্দ্য আনতে এই হাইব্রিড এসইউভিতে কার্যকারিতা বাড়াবে এমন রিজেনেরেটিভ ব্রেকিং সহ ইকো, নরমাল ও স্পোর্ট মোড রয়েছে। এতে ১৫.৬ ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, পিএম২.৫ ফিল্ট্রেশন সহ ডুয়েল-জোন এসি, এডিএএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসটেন্স সিস্টেমস), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও একটি হাই এনইডিসি রেটিং রয়েছে। গাড়িটি অ্যাপল কার-প্লে (ওয়্যার্ড), অ্যান্ড্রয়েড অটো (ওয়্যারলেস), একাধিক ইউএসবি পোর্ট ও ওয়্যারলেস ফোন চার্জারের সাথে সহজে সংযুক্ত হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *