দেশের বাজারে উন্মোচিত হলো ‘ভিভো ভি২১ই’
ক.বি.ডেস্ক: চীনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো দেশের বাজারে উন্মোচন করেছে ভি সিরিজের ‘ভিভো ভি২১ই’ স্মার্টফোন। স্মার্টফোনটিতে এমন সব ফিচার যুক্ত করা হয়েছে, যার জন্য ভি২১ই জবে পেশাদার ফটোগ্রাফার ও ভ্লগারদের জন্য আদর্শ সঙ্গী।
ভিভো ভি২১ই স্মার্টফোন: এতে রয়েছে এআই নাইট পোর্ট্রেইটসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার হার্ডওয়ার সবচেয়ে আধুনিক। রয়েছে সর্বশেষ প্রযুক্তির সফটওয়্যার এবং অটোফোকাস ফিচার। সামনে ও পেছনে রয়েছে ফোরকে রেজ্যুলেশনের আল্ট্রা স্ট্যাবল ভিডিও সক্ষমতা। এই স্মার্টফোনে ফ্রন্ট ও রিয়ার দুই ক্যামেরা দিয়েই ফোরকে মানের ভিডিও করা যাবে। একই সঙ্গে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরায় রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রম। এতে অতিরিক্ত ৩ গিগাবাইট র্যাম বাড়ানো যাবে। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের সঙ্গে রয়েছে আল্ট্রা গেমিং মোড। স্মার্টফোনটির মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা।