দেশের বাজারে আইটেল ‘ভিশন ২ প্লাস’
ক.বি.ডেস্ক: আইটেল মোবাইল বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এসেছে ভিশন সিরিজের ২/৩২ গিাগবাইটের নতুন সংস্করণ ‘ভিশন ২ প্লাস’ স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
আইটেল ভিশন ২ প্লাস
স্মার্টফোনটিতে রয়েছে অক্টা-কোর ১.৬ গিগাহাটর্জ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট জিবি রম, ৬.৮ ইঞ্চি এইচডি+ওয়াটারড্রপ নচ ফুল-স্ক্রিন ডিসপ্লে। ৯৪% পর্যন্ত্ স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে। ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি এআই সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। সেলফি ক্যাপচার করতে এর সামনের ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি স্নাপার নচ ব্যবহার করা হয়েছে। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলে। ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির (এআই পাওয়ার মাস্টার সুবিধাসহ) ফোনটিতে সিম কার্ডসহ ৪১ দিনের স্ট্যান্ডবাই, ৪৯ ঘণ্টা (২জি) ফোন কল, টানা ৮৪ ঘণ্টা গান বাজানো এবং ২৪ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা দিবে।
আইটেল ভিশন ২ প্লাস (২ জিবি) সম্পর্কে জানতে ভিজিট করুন: https://www.itel-mobile.com/bd/products/smart-phone/vision/vision2-plus/