উদ্যোগ

দেশব্যাপী চলছে ওয়ালটনের ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে জমজমাট ও বর্ণাঢ্য আয়োজনে চলছে ৩০ দিনব্যাপী এই মেলা। মেলায় ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার এবং আইটি অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার এবং র‍্যাফেল ড্র।

‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’ ইতোমধ্যে অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কমপিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আর এফ জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কমপিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে।

মেলা চলাকালীন নির্দিষ্ট মডেলের ওয়ালটন কমপিউটার অ্যাক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, ট্যাব, প্রিন্টার ও স্পিকার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। প্রতিদিনের র‍্যাফেল ড্র ছাড়াও প্রতিটি ভেন্যুতে থাকছে সন্ধ্যাকালীন মেগা র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, ট্যাবসহ নানান আকর্ষণীয় পুরস্কার।

ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় প্রযুক্তিপণ্যটি হাতের নাগালে পেতে পারেন, সেজন্য বিভাগীয় শহরে আইটি ফেয়ারের এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা সরাসরি পণ্য দেখার ও অভিজ্ঞতা নিতে পারছেন, তেমনিই প্রয়োজনীয় পণ্যটি ক্রয়ে পাচ্ছেন বিশেষ সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *