দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘রিয়েলমি জিটি মাস্টার এডিশন’
ক.বি.ডেস্ক: স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে জিটি সিরিজের ফ্ল্যাগশিপ ফোন ‘জিটি মাস্টার এডিশন’। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। ইন্ডাস্ট্রির সর্বপ্রথম থ্রি-ডি লেদার ব্যাকশেলের ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ রিয়েলমি জিটি মাস্টার এডিশন দুটি রঙে পাওয়া যাচ্ছে-ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু। স্মার্টফোনটির মূল্য ৩৩,৯৯০ টাকায়।বিস্তারিত: https://cutt.ly/realme_GTME
রিয়েলমি জিটি মাস্টার এডিশন দেশের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন। এ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি ডিজাইন করেছে জাপানি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। এ স্মার্টফোনে পরিবেশ বান্ধব ভেগান লেদার ও স্প্লিট ভেগান লেদার প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাকশেলে স্যুটকেসের আদলে চমতকার একটি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে যা তরুণদের ভ্রমণের প্রশান্তির কথা মনে করিয়ে দিবে।
এ ফোনে আরও রয়েছে বিশ্বের সর্বপ্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা সেটআপ ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিইএস স্ন্যাপশট সুবিধা থাকায় ব্যবহারকারীরা চলমান যেকোন উপাদানের ছবি তুলতে পারবেন ক্ল্যারিটি বজায় রেখে। ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সমৃদ্ধ এ ফোনে ৫০ শতাংশ চার্জ দিতে সময় লাগে মাত্র ১৩ মিনিট।
স্মার্টফোন ব্যবহারকারীরা দেশের যেকোনো আউটলেট থেকে ফোনটি কিনতে পারবেন। নিকটতম রিয়েলমি ব্র্যান্ডশপ খুঁজে পেতে ক্লিকঃ https://cutt.ly/realme_Brand_Shop