দেশজুড়ে গ্রামীণফোনের ১ নম্বর এক্সপ্রেস
ক.বি.ডেস্ক: সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের সেরা সেবাটি পৌঁছে দিতে ১ নম্বর এক্সপ্রেস নামের ক্যাম্পেইন শুরু করলো গ্রামীণফোন। দেশব্যাপী অন-গ্রাউন্ড ও অনলাইনে ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে গ্রাহকদের অনন্য এক অভিজ্ঞতা দেয়ার জন্য। ১ নম্বর এক্সপ্রেস শুধু একটি ক্যাম্পেইন নয়, একটি অভিজ্ঞতা। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের জন্য দেশজুড়ে চলবে এই ক্যাম্পেইন।
সম্প্রতি রাজধানীর জিপি হাউজে ‘১ নম্বর এক্সপ্রেস বাস’টি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১ নম্বর এক্সপ্রেস ক্যাম্পেইনের মাধ্যমে নিজের সুবিধামত মাইজিপিতে ডেটা অফার থেকে শুরু করে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা, হাই-স্পিড ও লো-পিং গেমিং, কাস্টমাইজড ফ্লেক্সিপ্ল্যান প্যাকেজসহ উপভোগ করতে পারবেন। থাকবে আকর্ষণীয় সব ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম। গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। রয়েছে লাইভ মিউজিক পারফরম্যান্স, মিনি কনসার্ট, ইমার্সিভ গেমিং জোন ও মজার কুইজ প্রতিযোগিতা। নির্ধারিত স্থান থেকে নাম্বার ওয়ান সিম প্ল্যান, জিপিফাই ও আলোর মত সেবাগুলো ক্রয় করা যাবে। চমক হিসেবে তারকাদের সঙ্গে বাসে ওঠার সুবর্ণ সুযোগ পাবেন দর্শনার্থীরা।
বিনা মূল্যে ১ নম্বর এক্সপ্রেস বাসের টিকেট পাবেন গ্রাহকরা। টিকিটের জন্য গ্রাহকদের ভিজিট করতে হবে https://1noexpress.com/ সাইটটি। প্রথমে নিশ্চিতকরণ কোড পেতে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর প্রাপ্ত কোডের মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত হওয়ার পর টিকেটের অনলাইন কপি পাবেন গ্রাহকরা।