সাম্প্রতিক সংবাদ

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

ক.বি.ডেস্ক: এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সর্ববৃহৎ আইসিটি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪’ টোকিওতে দুটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের দুই আইসিটি প্রতিষ্ঠান। আউটস্ট্যান্ডিং টেক অর্গানাইজেশন বিভাগে রাইজআপ ল্যাবস এবং ইমার্জিং ডিজিটাল সলিউশন অ্যান্ড ইকোসিস্টেম বিভাগে ইগরুট লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।

তিন দিনব্যাপী (৬-৮ নভেম্বর) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪’ এর দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিও’র চেয়ারম্যান ড. ব্রায়ান সিন। এ সময় অ্যাসোসিও’র আজীবন চেয়ারম্যান ও বিসিএস’র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিসহ অ্যাসোসিও’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিসিএস’র ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ১৩টি বিভাগে পুরষ্কার প্রদান করা হয়। ২৪টি দেশের আইসিটি খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এশিয়া এবং ওশেনিয়ান অঞ্চলের দেশগুলোর জন্য অ্যাসোসিও প্রতিবছর এই পুরষ্কারের আয়োজন করে থাকে। এই অঞ্চলের জন্য আইসিটি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

দেশে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) আইসিটি খাতের এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সংগঠন অ্যাসোসিও’র একমাত্র সদস্য। আইসিটিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে অ্যাসোসিও’র এই সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *