মোবাইল স্মার্টফোন

দিন-রাতের নির্ভরযোগ্য পাওয়ারহাউস এলো অপো এ৬

ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ স্মার্টফোন অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) বাজারে পাওয়া যাচ্ছে। ক্লাস থেকে শুরু করে শেষরাতের পড়াশোনা, ক্যাম্পাসে ঘোরাফেরা, কনটেন্ট তৈরি বা লাগাতার স্ক্রলিং করা যাই হোক না কেন, ডিভাইসটি আপনার সবধরনের উদ্দেশ্য পূরণেই সহায়ক হবে।

৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রোটেকশন ও অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেম সহ নতুন এই ডিভাইসটি জীবনে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতেই নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ হওয়া নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে। স্ন্যাপড্রাগন৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে। ডিভাইসটির ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্টজ আলট্রা ব্রাইট ডিসপ্লে বাইরের প্রখর সূর্যালোক বা ইনডোরে দীর্ঘ পড়াশোনা, যাই হোক না কেন, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা ক্যাম্পাস বা ভ্রমণের স্মৃতি ও ছবি নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণ করে। একইসঙ্গে, এর ৩০০ শতাংশ আলট্রা ভলিউম মোড সহ ডুয়েল স্টেরিও স্পিকার গ্রুপ সেশনে অংশ নেয়া, টিউটোরিয়াল বা আউটডোর গেদারিংয়ের উপযোগী লাউড ও ভাইব্রেন্ট সাউন্ড নিশ্চিত করে।

ও’ ফ্যানস ফেস্টিভালের সময় ফোনটি কিনছেন তাদের জন্য লটারি অফারে অংশ নেয়ার সুযোগ থাকছে। আরও থাকছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার সহ সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার উইন্টার হুডি।

অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) এখন পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়। বিস্তারিত: https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *