দারাজ ১২.১২: গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত
ক.বি.ডেস্ক: বছরের শেষ প্রান্তে এসে গ্রাহকদের জন্য বড়সড় কেনাকাটার আয়োজন নিয়ে হাজির হলো দারাজ বাংলাদেশ। দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। যেখানে গ্রাহকেরা পাবেন বছরের শেষ মুহূর্তে পছন্দের পণ্য কেনার সুযোগ, আকর্ষণীয় ছাড় এবং বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা।
এবারের ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিল, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি। পুরো সপ্তাহজুড়েই থাকছে নানা থিম-ভিত্তিক দিনের আয়োজন, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার, এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে- যেখানে প্রতিদিনের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি-কেন্দ্রিক অফার।
এই ক্যাম্পেইনে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’, লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা- ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি + ফ্রি ডেলিভারি।





