আনুষাঙ্গিক মোবাইল

দারাজ ১২.১২: অনার ডিভাইসে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড়

ক.বি.ডেস্ক: বছর শেষ হতে আর কিছুদিন বাকি। বছরের এই শেষ সময়কে আরও স্মরণীয় করে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড অনার এর ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। ব্যবহারকারীরা দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ আয়োজিত ১২.১২ ক্যাম্পেইনে অনার ডিভাইস ক্রয়ের সময় উপভোগ করতে পারবেন ২২ শতাংশ (৪ হাজার টাকা) পর্যন্ত ছাড়।

দারাজ বছরের শেষ গ্র্যান্ড সেল নিয়ে এসেছে। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। ক্যাম্পেইনের চলাকালীন গ্রাহকরা অনার স্মার্টফোন ও ডিভাইসে ২২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই ক্যাম্পেইনে স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাডস এবং পোর্টেবল স্পিকার সহ অনার ব্র্যান্ডের আরও অনেক ডিভাইস পাওয়া যাবে।

সম্প্রতি অনার এক্স৭সি ফোনটি বাজারে এসেছে। ফ্ল্যাশ সেল চলাকালীন এই ডিভাইসটি কেনার সময় গ্রাহকরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া, ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি উইন্ডব্রেকার। স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যাংক কার্ড দিয়ে ডিভাইস কেনার সময় শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন; সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি। বিস্তারিত: https://cutt.ly/HonorDaraz

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *