উদ্যোগ

দারাজ ‘লাকি ৭.৭’: জিতে নিন আইফোন ১৬ প্রো ম্যাক্স, রিভো ই-বাইক

ক.বি.ডেস্ক: দেশের ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে। ক্যাম্পেইনটি ৭ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে। ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি এবং চোখ ধাঁধানো সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

‘দারাজ জ্যাকপট- বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় ৭ থেকে ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা জিতে নিতে পারেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং রিভো ই-বাইক।

৭ জুলাই ‘১ দিনের বাজিমাত’ প্রতিযোগিতায় দিনের সর্বোচ্চ কেনাকাটাকারী গ্রাহক পাবেন রিয়েলমি ১৪-টি স্মার্টফোন। ৬ জুলাই পর্যন্ত চলা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি অর্ডার করবেন, তিনি জিতে নেবেন একটি এয়ারপডস্ প্রো (ফোর্থ জেনারেশন)। ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায়, ক্যাম্পেইন চলাকালে লোটো পণ্য সর্বাধিক পরিমাণে ক্রয়কারী গ্রাহক পাবেন একটি বিলাসবহুল কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার।

এ ছাড়াও থাকছে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ ৭ / ৭৭ / ৭৭৭ / ৭৭৭৭ টাকা ডিল, যেখানে গ্রাহকরা অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন। এই অফারে ওভেন মাত্র ৭ টাকায়, এয়ার ফ্রায়ার ৭৭ টাকায় এবং গুগল টিভি মাত্র ৭৭৭ টাকায় পাওয়ার মতো দারুণ সুযোগ থাকবে। ৭ জুলাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মিডনাইট রাশ আওয়ার-এ থাকছে ৮%-৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *