উদ্যোগ

‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম’ সুদক্ষ নেতৃত্ব গড়ার সুযোগ

ক.বি.ডেস্ক: দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় যুব প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে দারাজ গ্রুপ আয়োজন করছে ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫’। আবেদন প্রক্রিয়া চলবে ৫ মে পর্যন্ত। আবেদন করতে হবে দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজ থেকে (https://careers.daraz.com/ )।

আবেদনের জন্য যেসব প্রার্থী গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন এবং একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণী দক্ষ, দলগতভাবে কাজ করতে সক্ষম এবং যোগাযোগে পারদর্শী, তারাই উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। ১৫ মাসব্যাপী এই ঘূর্ণায়মান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই থেকে।

বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালজুড়ে পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি উচ্চ-মেধাসম্পন্ন ও কর্মঠ যুব প্রজন্মের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নির্বাচিত অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে তারা পরিচালনা, কৌশল এবং উদ্ভাবনের বাস্তব চর্চার মধ্য দিয়ে নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন।

বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিতরা পাবেন নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা। অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *