মোবাইল স্মার্টফোন

থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচারে আসছে ইনফিনিক্স

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনে যুক্ত করছে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স সবচেয়ে স্লিম ফোনটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স পাওয়া যাবে। সঙ্গে থাকছে স্থায়ী, টেকসই ও চমৎকার ডিজাইন।

থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচার দুইটি অসাধারণ উদ্ভাবনকে এক করেছে—ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন। ফোনটি স্লিম হওয়ার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী এবং টেকসই। ফেদারলাইট ডিজাইন হালকা ও স্লিম ডিজাইনের ওপর গুরুত্ব দেয়। রয়েছে একটি স্লিমএজ ফ্রেম, যার মাধ্যমে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড স্ক্রিন, যার পুরুত্ব মাত্র ৬.৮ মিলিমিটার।

হট ৫০ সিরিজের আসন্ন স্মার্টফোনটিকে শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেই স্লিম বানানো সম্ভব হয়েছে। স্মার্টফোনটি দেখতে ও ব্যবহারের আনন্দময়য় অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য একটি দারুণ অনুভূতি দেবে। টাইটান আর্মার প্রোটেকশন এই স্লিম ডিজাইনের স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। এর অন্যতম বৈশিষ্ট্য হলো টিইউভি ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে ডিভাইসটি ৬০ মাস (৫ বছর) পর্যন্ত সেরা পারফরম্যান্স এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা বজায় রাখবে।

স্মার্টফোনটিতে আরও রয়েছে আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং কর্নিং গরিলা গ্লাস। ব্যবহারকারীর হাত থেকে হঠাৎ ফোন পড়ে যাওয়া বা কঠিন পরিবেশের মধ্যে পড়লেও টাইটান আর্মার প্রোটেকশন ফোনটিকে শক্তিশালী ও স্টাইলিশ রাখে। সামগ্রিকভাবে এই প্রোটেকশন স্যুট স্মার্টফোনের স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে।

ইনফিনিক্সের এই স্লিমেস্ট স্মার্টফোনটি টাইটানউইং আর্কিটেকচা্রের মাধ্যমে টেকসই ও স্লিমনেসের একটি নিখুঁত ভারসাম্য প্রদান করবে। ফোনটিতে উন্নত উপকরণ, উদ্ভাবনী প্রযুক্তি ও ফিউচারিস্টিক ডিজাইনের দারুণ একটি সমন্বয় করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *