সাম্প্রতিক সংবাদ

ত্রয়োদশ সাধারণ নির্বাচনে চল্লিশ হাজার বডিক্যাম ক্রয় করবে সরকার

ক.বি.ডেস্ক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জার্মান, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে বডিক্যাম সরবরাহ নিয়ে যোগাযোগ করছে সরকার। সাধারণ নির্বাচন চলাকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে এই ডিভাইস পরে দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘‘চল্লিশ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব ক্যামেরা হাজারের অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। আমরা অক্টোবরের মধ্যে ক্রয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে পুলিশ সদস্যরা এর মূল বৈশিষ্ট্য, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় সম্পন্ন ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।’’

তিনি আরও বলেন, ‘‘যে কোনও মূল্যে আমাদের সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের ইতিহাসে ফেব্রুয়ারির নির্বাচনকে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলাই আমাদের লক্ষ্য। আসন্ন নির্বাচনের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা রয়েছে। অ্যাপটিতে থাকবে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেয়ার ইন্টারঅ্যাকটিভ সুবিধা। প্রধান উপদেষ্টা অ্যাপটির উদ্বোধন যেন দ্রুত সম্পন্ন এবং দেশের ১২ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *