ঢাকা কলেজে প্রযুক্তি পন্যের প্রদর্শনী করল স্মার্ট টেকনোলজিস
ক.বি.ডেস্ক: উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজে আধুনিক প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করে স্মার্ট টেকনোলজিস। প্রদর্শনীতে বিশ্বখ্যাত নেটওয়ার্কিং পণ্য নেটিস, স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্র্যান্ড স্মার্ট ল্যাপটপ এবং বিশ্বখ্যাত মাল্টিমিডিয়া স্পিকার এডিফায়ার এর পণ্য প্রদর্শন করা হয়।
সম্প্রতি ঢাকা কলেজ এর ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহন করে। প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
নেটওয়ার্কিং পণ্য নেটিসের বিভিন্ন মডেলের দুর্দান্ত সব রাউটার প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সদ্য বাংলাদেশের বাজারে আসা নেটিস এনসি৬৩ ডুয়াল ব্যান্ড রাউটার প্রদর্শন করা হয়। স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্রান্ড স্মার্ট ল্যাপটপও ছিল এই প্রদর্শনীতে। স্মার্ট ল্যাপটপ মাত্র ২৮,০০০ টাকায় সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
অডিও মাল্টিমিডিয়া সিস্টেমের জনপ্রিয় ব্রান্ড এডিফায়ার প্রদর্শনীতে ইকারাও ব্রেক এক্স২ প্রদর্শন করা হয়। করে। স্পিকারটির ক্যারাওকে ফিচার ব্যবহার করে প্রাক্তন অনেকেই গান পরিবেশন করেছেন এবং ফিরে গিয়েছেন স্মৃতিমাখা ছাত্রজীবনে। আয়োজনের সবচেয়ে বড় ভিড় লক্ষ্য করা যায় এইচপি প্রিন্টারের ৩৬০ ডিগ্রি ফটোবুথে। এখানে ছবি তুলতে এসে সবাই যেন রীতিমত শিশুসুলভ আনন্দে ভেসে যান সকল প্রাক্তন শিক্ষার্থীগন।
তথ্যপ্রযুক্তি জ্ঞান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজনের সাথে স্মার্ট টেকনোলজিস আরো বেশি যুক্ত হবে বলে আশা করেছেন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টগন।