ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন

ক.বি.ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হলো চার দিনব্যাপী (৭-১০ এপ্রিল) ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। এতে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম ও বৈশ্বিক বিনিয়োগ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হচ্ছে। অধিবেশনে দেশি-বিদেশি উদ্ভাবক ও উদ্যোক্তারা অংশগ্রহন করছেন।
কাল বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী এবং নীতি নির্ধারকরা অংশ নেবেন। সম্মেলনের তৃতীয় দিনে স্টারলিংকের লাইভ ইন্টারনেট প্রদর্শনী হবে।
গতকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকার একটি স্থানীয় হোটেলে ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট-২০২৫’ অধিবেশনের মাধ্যমে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর সম্মেলন শুরু হয়। চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বিশ্বের ৫০টি দেশের ২ হাজার ৩শ’ জনেরও বেশি লোক অংশ নেয়ার কথা রয়েছে। এদের মধ্যে ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন।

প্রথম দুই দিনের কর্মসূচিতে আমন্ত্রিত বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি পার্শ্ব অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারী ও পরামর্শদাতারা কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্রগুলো পরিদর্শন করবেন। এই সম্মেলনের লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লবের পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পাইপলাইন তৈরি করা।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। আজ বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য বিশ্বব্যাংক ও আইএলও’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।
বৃহস্পতিবার সমাপনী দিনে ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও কৃষি-প্রক্রিয়াকরণের ওপর ব্রেকআউট অধিবেশন অন্তর্ভুক্ত থাকবে। সম্মেলনে পাঁচজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া, ২০-২৫ বছর ধরে বাংলাদেশে অবস্থানরত একজন বিদেশি ব্যবসায়ীর নাগরিকত্বের জন্য প্রস্তাব করা হবে।
সম্মেলনে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যবসায়ী নেতা যোগ দেবেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন, উবারের সিনিয়র ডিরেক্টর মাইক অরগিল এবং স্যামসাং সিএন্ডটি-এর ভাইস প্রেসিডেন্ট কিয়ংসু লি।