উদ্যোগ

ডেটা প্রযুক্তির নতুন দিগন্তে বাংলাদেশের অগ্রযাত্রা

ক.বি.ডেস্ক: ডেটা এখন শুধু তথ্য নয়- এটি ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে অনুষ্ঠিত হয় ‘সিগেট পার্টনার সামিট ২০২৫’। এই সামিট ছিলো উদ্ভাবন, অংশীদারিত্ব ও প্রবৃদ্ধির এক চমৎকার মেলবন্ধন। যেখানে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর ও বিশেষজ্ঞরা। উপস্থিত অংশগ্রহণকারীরা শুধু ডেটা নিয়ে কথা বলেনি, বরং একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করেছেন এই সামিটের মাধ্যমে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘সিগেট পার্টনার সামিট ২০২৫’ যৌথভাবে আয়োজন করে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার, স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জর্জ ডি কোস্টা, সিগেট টেকনোলজিসের লিড ট্রেইনার রাজেশ শিবাল এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র প্রোডাক্ট ম্যানেজার জহির আব্বাস।

‘সিগেট পার্টনার সামিট ২০২৫’-এ বাংলাদেশের বাজারকে ঘিরে পণ্যের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। আধুনিক তথ্য সংরক্ষণের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী অংশীদারিত্ব। এই সামিট প্রমাণ করে, প্রযুক্তির ভবিষ্যৎ কেবল একা এগিয়ে যাওয়ার নয়- বরং একসঙ্গে পথচলার মধ্যেই নিহিত আছে বড় অর্জনের সম্ভাবনা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *