উদ্যোগ

ডিভাইসকে সুরক্ষা দিতে ওয়াদা’র সঙ্গে অনার

ক.বি.ডেস্ক: দুই বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার বাংলাদেশ। ডিভাইসকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে ওয়াদার সঙ্গে অংশীদারিত্ব করেছে অনার। এই অংশীদারিত্ব ব্যবহারকারীর জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ অফার নিয়ে এসেছে।

সম্প্রতি রাজধানীর অটোগ্রাফ টাওয়ারে অবস্থিত ওয়াদার অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ওয়াদার চিফ মার্কেটিং অফিসার শেখ খালিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের এজিএম আবু দুজানা (সুজন), মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার মো. ফারুক রহমান এবং ওয়াদার বিজনেস ডেভেলপমেন্ট লিড মির্জা রাশেদ নেওয়াজ।

এই অংশীদারিত্বের মাধ্যমে অনারের ক্রেতারা তাদের ডিভাইসে দুই বছরের বাড়তি ওয়ারেন্টি ও দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে স্ক্রিন প্রোটেকশন সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। অফিসিয়ালি কেনা সকল অনার স্মার্টফোনের জন্য এই বাড়তি ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা প্রযোজ্য হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *