ডিডিআই এক্সপো-২৬: রায়ান্সে মোবাইল ফোনের বিশাল সমাহার
ক.বি.ডেস্ক: ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী (২৮-৩১ জানুয়ারি) দেশের সর্ববৃহৎ আইসিটি পণ্যের প্রদর্শনী ‘‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’’। এবারের প্রদর্শনীতে সুবিশাল প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহন করছে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার এবং আইসিটি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স।
রায়ান্স কম্পিউটার্স প্যাভিলিয়নে প্রদর্শন করছে ল্যাপটপ, অফিস আইটেম, সিকিউরিটি সিস্টেম, গেমিং কম্পোনেন্টস হ বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন- অ্যাপল, সিজুর, স্টারলিংক, ইকোফ্লো, ইমিট, ডিজেআই এবং গিগাবাইট এআই পিসি।
প্রথমবারের মতো রায়ান্স নিয়ে এলো মোবাইল ফোনের বিশাল সমাহার। দর্শনার্থীদের জন্য থাকছে সরাসরি ফোনগুলো ব্যবহার করে দেখার (লাইভ ডেমো) এবং চমৎকার হ্যান্ডস-অন অভিজ্ঞতা নেয়ার দারুণ সুযোগ। পাশাপাশি প্রতিটি পণ্যের বিস্তারিত তথ্য জানতে সংগ্রহ করতে পারবেন ব্রোশিওর। এ ছাড়া, মূল্য যাচাই ও অর্ডার সম্পর্কিত তথ্যের জন্য পস টার্মিনাল স্থাপন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ইভেন্টটির প্রচার ও ডিজিটাল স্ক্রিণে ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হচ্ছে।





