সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল রূপান্তর, কোর্ট-ভীতি দূর করে ভূমি সেবা সহজীকরণের সুপারিশ অংশীজনদের

ক.বি.ডেস্ক: ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা গ্রহণ অধিকতর সহজ করতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে আইনের প্রয়োজনীয় সংস্কার করে আইনি সেবা সহজ করতে সুপারিশ করেছেন ভূমি মন্ত্রণালয়ের বিবিধ অংশীজন। ভূমি সেবাকে ডিজিটাইজ করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সেবা গ্রহীতাদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালার পাশাপাশি আইনের প্রয়োজনীয় সংস্কার করে সেবা সহজ করতে মতামত দিয়েছেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ে স্টেক-হোল্ডার সেমিনার’ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বক্তারা এসব সুপারিশের কথা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন পনির। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা, আইনজীবী, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মামলার গেজেট নোটিফিকেশন, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুশাসনের কারণে উদ্ভূত ভূমি জটিলতা নিরসনে বিশেষ সেল গঠন, হিন্দু নারীদের সম্পত্তির অধিকার সংক্রান্ত জটিলতা নিরসন, পার্বত্য তিন অঞ্চলে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কাজ সহজ করতে ডিজিটাল জরিপের ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদান করেন।

লিজ নেয়া জমি ও বেসরকারি আমিনদের জন্য পৃথক ডিজিটাল ডাটাবেজ, অধিকসংখ্যক তরুণ যুবকদের ভূমি খাতে কাজের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার আর্থ-সামাজিক বিষয়ে পড়াশোনার সুযোগ করে দেয়া, দশ বছরের অধিক সময় ধরে চলা মামলাজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া ও ভূমি অপরাধ বিধিমালা আইন সম্পর্কে কর্মশালা করার মতামত দেন বক্তারা।

এ ছাড়াও কৃষিজমির সুরক্ষায় বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ক্ষেত্রে একক ইউনিট ঘরের পরিবর্তে বহুতল ভবনের প্রবর্তন, রাজউকের অনুমোদন বাস্তবায়নের ওপর কড়া নজরদারি, জমির মূল্য পরিমাপে অত্যাধুনিক ও যৌক্তিক ব্যবস্থা প্রণয়ন, খাল ভরাট রক্ষার ও এনটিআর বৃদ্ধির লক্ষ্যে নীতিমালা হালনাগাদ করারও সুপারিশ জানানো হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *