ডিজিটাল ট্রেড নিয়ে এলো ওয়াকিটকি ও রিপিটার

ক.বি.ডেস্ক: দেশে যোগাযোগ কার্যক্রমকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারি অনুমোদিত ও বৈধ যন্ত্র সরবরাহে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ডিজিটাল ট্রেড করপোরেশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ওয়াকিটকি, রিপিটার এবং এ সংশ্লিষ্ট অ্যাক্সেসরিস পাওয়া যাচ্ছে। গ্রাহকদেরকে সম্পূর্ণ লিগ্যাল লাইসেন্স প্রক্রিয়ায় এসব পণ্য কেনার ক্ষেত্রে এ সাইটে রয়েছে নানা ধরনের সুবিধা।
ডিজিটাল ট্রেড করপোরেশনের ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ওয়াকিটকি ও রিপিটার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মডেল হচ্ছে Yanton-245, Yanton-328, Motorola GP-128, Motorola EVX-261, Aircom-379l, Dcom-300Baofeng BF-888S,Aircom AC-245 এবং Aircom AC-379L Plus SBR।
এ মডেলগুলো অন্যান্য প্রফেশনাল কাজের জন্য সুপরিচিত ব্র্যান্ড হিসেবে পরিচিত। এ পণ্যগুলোতে রয়েছে—মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর না করে সরল অপারেশন সুবিধাযুক্ত এ ওয়াকিটকিগুলোতে আছে দীর্ঘ রেঞ্জ কভারেজ, যা পুরোদমে উন্মুক্ত স্থানসহ বিভিন্ন স্থানে ব্যবহারউপযোগী। এ ছাড়া আছে শক্তিশালী ব্যাটারি যা সারাদিন কাজ চালিয়ে যেতে সক্ষম। ডিজিটাল ট্রেড করপোরেশনে এসব পণ্যের পাশাপাশি বিভিন্ন মডেলের অ্যাক্সেসরিস- যেমন ব্যাটারি, অ্যান্টেনা, হেডসেটও পাওয়া যায়। এ ছাড়াও এ সাইট থেকে সেফটি আইটেমের অংশ হিসেবে হেলমেট, গ্লোবস, গগলস, বিশেষ জুতা, বেল্ট, মেটাল ডিটেকটর ইত্যাদিও কেনা যাবে।
মূলত ইভেন্ট অর্গনাইজার, সিকিউরিটি এজেন্সি, রেস্টুরেন্ট, হাসপাতাল, কারখানা ও নির্মাণ সাইটের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি এসব পণ্য সহজে কেনার জন্য এ ওয়েবসাইটে রয়েছে অনলাইনে কেনার সুযোগ। বিশেষায়িত পণ্য হিসেবে আগ্রহী যে কেউ এ সাইট থেকে সরকারি অনুমোদন সাপেক্ষে সুলভ মূল্যে ওয়াকিটকি, রিপিটার সংক্রান্ত পণ্য কিনতে পারবেন। বিস্তারিত: www.digitaltradecorporation.com ।