সাম্প্রতিক সংবাদ

ডিজিটালাইজেশন সম্পন্ন হলে দুর্নীতির সুযোগ থাকবে না: ডেপুটি স্পিকার

ক.বি.ডেস্ক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, সকল খাতে ডিজিটালাইজেশন হয়ে গেলে দুর্নীতির কোন সুযোগ থাকবে না। ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর শ্লোগান তুলে দিয়েছিলেন ২০০৭ সালে, যার সুফল আজ আমরা সবাই পাচ্ছি।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) পাবনার বেড়া উপজেলা চত্বরে আয়োজিত ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘‘ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২’’ এর  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২ এ তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মতস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবা এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুত উতপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে বেড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

মো. শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম, আজ ভূমি ব্যাবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগণ এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে। ব্যাংকিং সেবা, কেনা-বেচা, চিকিতসা সেবার অগ্রগতি, কৃষি ব্যাবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে। আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে, বিভ্রান্তি দূর হচ্ছে, জঙ্গিবাদ দূর হয়েছে। মানুষকে এখন আর ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *