ডিএসপিপিএ ব্রান্ডের অডিও কনফারেন্স সিস্টেম বাংলাদেশে

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত ডিএসপিপিএ ব্রান্ডের অত্যাধুনিক অডিও কনফারেন্স সিস্টেম বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ডিএসপিপিএ ফাইভজি ওয়াইফাই অডিও কনফারেন্স সিস্টেম আধুনিক অফিস এবং কর্পোরেট যোগাযোগের জন্য একটি যুগান্তকারী সমাধান। এটি কেবল একটি কনফারেন্স সিস্টেম নয়, বরং একটি সম্পূর্ণ স্মার্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম যা মিটিং পরিচালনায় গতি ও নির্ভরযোগ্যতা এনে দেয়।
ডিএসপিপিএ পন্যের অনুমোদিত পরিবেশক হিসেবে দেশের বাজারে পণ্যগুলো বাজারজাত করবে স্মার্ট টেকনোলজিসের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট সেফটি অ্যান্ড অটোমেশন লিমিটেড।
সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে স্মার্ট টেকনোলজিসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ডিএসপিপিএ কাস্টমার এঙ্গেজ’ শীর্ষক এক বিশেষ কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট সেফটি অ্যান্ড অটোমেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রনি সাহা, ডিএসপিপিএ অডিও কোং লিমিটেডের গ্লোবাল সেন্টার সেলস ম্যানেজার জেরি প্যান।
বিশেষ এই কর্মশালা আয়োজন ছিল অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর অডিও সলিউশন ও গ্রাহকসেবা উন্নয়নের একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস। এ ছাড়াও পাবলিক এড্রেস সিস্টেম, ভিডিও ওয়াল অ্যান্ড ডিজিটাল ডিসপ্লে সলিউশন এবং ফায়ার সেফটি সিস্টেম এর কার্যকারিতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করেছেন দেশের খ্যাতনামা কর্পোরেট ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
রনি সাহা বলেন, “বাংলাদেশের কর্পোরেট ও ইন্সটিটিউশনাল মার্কেটে এই ধরনের ওয়্যারলেস, হাই-এফিশিয়েন্ট কনফারেন্স সলিউশন আগামীর প্রয়োজনীয়তা হয়ে ওঠবে। স্মার্ট সর্বদা চেষ্টা করে এমন প্রযুক্তিকে সামনে আনার, যা বাস্তব চাহিদা পূরণ করে।”