উদ্যোগ

‘ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ বিজয়ী যারা

ক.বি.ডেস্ক: ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উদ্ভাবন, প্রভাব এবং বুদ্ধিমত্তা উদযাপন’ স্লোগানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয় “ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ডিআইইউ’র শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৭টি প্রকল্প উপস্থাপিত হয়। যার মধ্যে ‘এআই প্রক্টর’ চ্যাম্পিয়ন, ‘লিব্রা এআই’ প্রথম রানার আপ এবং ‘উইজডমিক এআই’ দ্বিতীয় রানার আপ হয়।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন ‘এআই প্রক্টর’ দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তাসরিফ নূর হিমেল এবং মোহাম্মদ মোজাহিদ। প্রথম রানার আপ ‘লিব্রা এআই’ দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জাফরিন আলম প্রিমা, রকিব হাসান এবং নুসরাত ফারজানা চৌধুরী। দ্বিতীয় রানার আপ ‘উইজডমিক এআই’ দলের সদস্যরা হলেন- কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুপম আবির কলিন, শাহরিয়ার নাফিস অভি, ফারিয়া আফরোজ লিম্পা এবং রাতুল ইসলাম।

গতকাল শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল এডুপ্লেক্সে ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ড্যাফোডিল এইচআর বিভাগের যৌথভাবে আয়োজিত ‘ডিআইইউ এজেন্টিক এআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ডিআইইউ’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমরান মাহামুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আর কবির এবং ডাটা সায়েন্স ল্যাবের পরিচালক মো. সোহেল আরমান।

ড. মো. সবুর খান বলেন, “আমাদের মধ্যে প্রচুর মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে এবং এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করতে হবে এবং তাদের প্রকল্পসমূহের সফল বাস্তবায়ন, নিজস্ব ব্র্যান্ডিং প্রতিষ্ঠা এবং চাকরির বাজারে প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে হবে। এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের স্তর, আস্থা ও নির্ভরতাকে বৃদ্ধি করবে। শুধু প্রকল্প এবং ধারণা প্রদর্শন বা বিকাশ না করে, তা বাস্তবায়ন ও যথাযথ সমাধান নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *