ডিআইইউ’র দুই শিক্ষার্থীর কানাডার ‘মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জন

ক.বি.ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের (সাইবার সিকিউরিটিতে মেজর) দুই শিক্ষার্থী মো. সাব্বির হোসেন এবং মো. আসাদুজ্জামান কানাডার মর্যাদাপূর্ণ ‘মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড’র জন্য নির্বাচিত হয়েছেন। এই প্রোগ্রামটি ইন্টার্ন শিক্ষাথীদের আন্তর্জাতিক গতিশীলতার মাধ্যমে কানাডা এবং যোগ্য দেশ ও অঞ্চলের মধ্যে গবেষণা সহযোগিতাকে সমর্থন করে।
ডিআইইউ’র হোম সুপারভাইজার অধ্যাপক ড. ইমরান মাহমুদ ও ড. রুবাইয়াত ইসলাম এবং কানাডার আলগোমা বিশ্ববিদ্যালয়ের হোস্ট সুপারভাইজার ড. আজমেরি সুলতানার যৌথ তত্ত্বাবধানে ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী এই পুরস্কার পেয়েছেন।
কোয়ান্টাম কম্পিউটিং গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিতকারী সংস্থা মিটাক্সের সহায়তায় ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কানাডার অ্যালগোমা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী গবেষকদের যৌথ প্রয়াসে এ গবেষণা সহযোগিতাটি প্রতিষ্ঠিত হয়েছে। এই দুই শিক্ষার্থী “কোয়ান্টাম কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট দুর্বলতা সনাক্তকরণ” প্রকল্পে ১২ সপ্তাহ কাজ করবেন। কানাডায় এই ১২ সপ্তাহ অবস্থানকালে প্রতিটি শিক্ষার্থী গবেষণা ইন্টার্নশিপ অনুদান হিসেবে ৬০০০ কানাডিয়ান ডলার পাবে।
মিটাক্স একটি অলাভজনক সংস্থা যা কানাডায় এবং বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণা সমাধানের মাধ্যমে ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো সমাধান করে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। মিটাক্স গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ডস তৈরি এবং পরিচালনা করে। গ্লোবালিঙ্ক রিসার্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা গবেষণা দক্ষতা, সাংস্কৃতিক সাবলীলতা এবং পেশাদার নেটওয়ার্ক বিকশিত করে কানাডার পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বব্যাপী উদ্ভাবকদের অংশ হয়ে ওঠবে।