উদ্যোগ

ডিআইইউ’তে শুরু হলো ‘ডিআইইউ বইমেলা ২০২৫’

ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক চিন্তভাবনা ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধি এবং তাদের বই পড়াার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হলো তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ডিআইইউ বইমেলা ২০২৫’। মেলায় পাঠকদের জন্য ২৬টি প্রকাশনীর বইয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় শিক্ষার্থীদের জন্য রয়েছে বুক রিভিউ করার সুযোগ। বেস্ট বুক রিভিউ এর জন্য রয়েছে আকর্ষনীয় পুরষ্কার। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

ডিআইইউ’র লাইব্রেরি ও প্রেস যৌথভাবে ‘ডিআইইউ বইমেলা ২০২৫’- এ মেলার আয়োজন করছে। মেলার স্টলগুলোতে সাজানো রয়েছে হরেক রকমের বই। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সমরেশ মজুমদার, সত্যজিৎ রায়, জয় গোস্বামী, ড্যান ব্রাউন, হুমায়ূন আহমেদ, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আনিসুল হকসহ আরও অনেক লেখকের বই সাজানো রয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ মে) সাভারের ভ্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইইউ’র নলেজ টাওয়ারে স্টুডেন্ট লাউঞ্জে ‘ডিআইইউ বইমেলা ২০২৫’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি দেশ বরেন্য লেখক, উপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল- হক মজুমদার এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আয়ুব। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম হামিদুর রহমান এবং বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান ড. মো. মিলন খান।

উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, প্রত্যেক মানুষের জীবনে মানসিক প্রশান্তি ও সামগ্রিক বিকাশের জন্য বইপড়া জরুরি। বই শুধু বিনোদেনের মাধ্যম নয়। বই পড়ে মানুষ অনেক কিছু শিখতে পারে, বইয়ের সঙ্গে সম্প্রীতি থাকলে মানুষ হতাশা মুক্ত হতে পারে। বই পড়ে মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক স্থান অর্জন করতে পারে।

মেলার মূল আয়োজন একটু ভিন্ন, শিক্ষার্থীরা বেশকিছু স্টলের মাধ্যমে তাদের নিজেদের বইগুলো উপস্থাপন করে এবং এখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সঙ্গে তার বইগুলো এক্সচেঞ্জ করার সুযোগ পায়। মেলার পাশেই রয়েছে পাঠকদের জন্য বই পড়ার কর্নার যেখানে শিক্ষার্থীরা স্টল থেকে বই সংগ্রহ করে পড়ার সুযোগ পাচ্ছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *