ডিআইইউ’তে অনুষ্ঠিত হলো এশিয়া-প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

ক.বি.ডেস্ক: ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠন’ স্লোগানে উদ্ভাবনী শিক্ষাদান, ডিজিটাল রূপান্তর এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ অন্বেষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী (২৪-২৬ জুলাই) “এশিয়া-প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলষ্টিতপমেন্ট প্রোগ্রাম (এপিএফডিপি) ২০২৫”। এবারের আয়োজনে ১০টি দেশের (বাংলাদেশ, ফিলিপাইন, নেপাল, পাকি, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন, পোল্যান্ড এবং ভারত) শিক্ষক এবং বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিআইইউ’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘এপিএফডিপি ২০২৫’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। এ সময় ডিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যোগ দেন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আহমেদ মুস্তাফা, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোবহানী, ডিআইইউ’র কৌশল ও উদ্ভাবন উপদেষ্টা অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. ফখরে হোসেন এবং এইচআরডিআই পরিচালক অধ্যাপক ড. মো. রকিবুল কবির।
তিন দিনব্যাপী আয়োজিত ‘এপিএফডিপি ২০২৫’ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউ (এইচআরডিআই) এবং ডিআইইউ’র আন্তর্জাতিক বিষয়ক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলো অ্যাসোসিয়েশন অব দ্য ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)।