সাম্প্রতিক সংবাদ

টেশিস-ইডটকো চুক্তি: দেশে গড়ে ওঠছে আধুনিক নেটওয়ার্ক পাওয়ার রিপেয়ার সেন্টার

ক.বি.ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ক্রিটিকাল নেটওয়ার্ক পাওয়ার কম্পোনেন্টস এর জন্য আধুনিক রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং ইডটকো বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক। সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এই সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে। উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তিখাত গড়ে তুলতে সহায়ক হবে।”

আব্দুন নাসের খান বলেন, “এ সমঝোতা স্মারক সরকারের টেলিকম সাপোর্ট ইকোসিস্টেম আধুনিকায়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। টেশিসের শিল্প সক্ষমতা ও ইডটকোর আন্তর্জাতিক প্রযুক্তিগত দক্ষতা একত্রে একটি টেকসই এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলবে, যা শুধু টেলিযোগাযোগ খাত নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *