মোবাইল স্মার্টফোন

টেকসই নানা ফিচারের মিশেলে তৈরি ভিভো ওয়াই২৯

ক.বি.ডেস্ক: ঈদের আগেই যেন ঈদের খুশি! ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লের মত দারুণ সব ফিচার নিয়ে দেশের স্মার্টফোন বাজারে এলো ভিভো ওয়াই২৯ স্মার্টফোন। দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ টেকসই নানা ফিচারের মিশেলে তৈরি ভিভো ওয়াই২৯ এর বড় আকর্ষণ হলো এর ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা এক চার্জেই সারাদিন ব্যবহার নিশ্চিত করে।

৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ করে নিরবচ্ছিন্ন ব্যবহারের অভিজ্ঞতা দেয়। ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ব্যাটারির পারফরম্যান্স ও কুলিং সিস্টেম উন্নত করেছে। অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ও স্কট শিল্ড গ্লাস ব্যবহারের কারণে ফোনটি অত্যন্ত টেকসই, এমনকি দুর্ঘটনায় পড়ে যাওয়া বা ধাক্কা সহ্য করতেও সক্ষম। স্মার্টফোনটির মেটালিক হাই-গ্লস ফ্রেম ও ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিচ্ছে স্টাইলিশ ও আরামদায়ক গ্রিপ।

এলিগেন্ট হোয়াইট ও “নোবেল ব্রাউন দু’টি অনন্য রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। মসৃণ মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ৬.৬৮ ইঞ্চি ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে এবং ১০০০ নিটস ব্রাইটনেস। রয়েছে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যা ধুলাবালি-পানি থেকে ফোনটিকে দেবে সুরক্ষা।

ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৪০০% অডিও বুস্টারের মাধ্যমে ফোনটি একটি সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা প্রদান করে। সেই সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ অত্যাধুনিক এআই ফিচার। স্মার্টফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম, যার মূল্য ২৩,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম যার মূল্য ২১,৯৯৯ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের মূল্য ১৯,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *