আনুষাঙ্গিক মোবাইল

টেকনো ‘আইএফএ ২০২৫’-এ জিতলো তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বার্লিনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ কনজিউমার টেকনোলজি এক্সপো আইএফএ ২০২৫-এ একসঙ্গে তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করে। টেকনো পোভা স্লিম ৫জি, মেগাবুক এস১৪ এবং এআই গ্লাসেস সিরিজ-এর মতো উদ্ভাবনী পণ্যগুলোকে স্বীকৃতি দিয়েছে এই সম্মাননা, যা এআই-নির্ভর ডিজাইন, গ্রাহক-কেন্দ্রিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কনজিউমার প্রযুক্তিতে টেকনো’র শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরেছে।

আইএফএ গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ডসকে ইলেকট্রনিক্স শিল্পের সবচেয়ে বিশ্বস্ত স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। এই অ্যাওয়ার্ড শুধুমাত্র সেই ব্র্যান্ডগুলোকেই দেয়া হয়, যারা উদ্ভাবন এবং বুদ্ধিমত্তায় নতুন মান তৈরি করে।

পুরস্কারপ্রাপ্ত ডিভাইসগুলোর মধ্যে, টেকনো পোভা স্লিম ৫জি বিশ্বের সবচেয়ে স্লিম ৫জি কার্ভড-স্ক্রিন স্মার্টফোন হিসেবে আলাদা স্থান তৈরি করেছে যার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। বাংলাদেশে ৫জি ধীরে ধীরে চালু হচ্ছে এবং এই ফোনটি সেই কানেক্টিভিটিকে করে তুলতে পারে আরও ফাস্ট, স্মুথ ও স্মার্ট। গ্লোবাই অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রডাক্টগুলো শীঘ্রই উন্মোন হবে বাংলাদেশে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *